হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় তথ্য

স্বাগতম হাজীগঞ্জ পৌরসভা

পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ- 
১৯৮৫খ্রি: ১৪ ই মার্চ হাজীগঞ্জ পৌরসভা গঠিত হয়।তখনকার পৌরসভার ওয়ার্ড ছিল ০৯ (নয়) টি এবং আয়তন ছিল ১৩.৫০ বর্গ কি:মি:।প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার প্রশাসক ছিলেন জনাব মো: আলী মিয়া চৌধুরী।তিনি ০৬-০৬-১৯৮৫ থেকে ১০-০৭-১৯৮৫ইং পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে১১-৭-১৯৮৫ইং হতে ২৮-০৮-১৯৮৬ইং পর্যন্ত জনাব সিকান্দর আলীমন্ডল ২৬-০৮-১৯৮৬ইং হতে ২৪-০৯-১৯৮৬ইং পর্যন্ত বাবু হৃদয় রঞ্জন দাস।২৫-৯-১৯৮৬ হতে ১৯-১০-১৯৮৬ইংপর্যন্ত জনাব সাহাবুল্লাহ।২০-১০-১৯৮৬ইং হতে ২৪-০৯-১৯৮৯ইংপর্যন্ত জনাব এ্যাড. তাফাজ্জল হায়দার চৌধুরী।২৫-০১-১৯৮৯ইং হতে ২৭-০২-১৯৮৯ইং পর্যন্ত জনাব ছমির উদ্দিন আহাম্মেদ।২৮-০২-১৯৮৯ইং হতে ১৮-০২-১৯৯০ইংপর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ্যাড. তাফাজ্জল হায়দার চৌধুরী ২৫-০১-১৯৮৯ইং হতে ২৭-০২-১৯৮৯ইং পর্যন্ত চেয়ারম্যান(ভার:) হিসেবে দায়িত্ব পালন করেন জনাব গাজী আবুল কাশেম।২৫-০৭-১৯৯০ইং হতে ৩১-১২-১৯৯১ইংপর্যন্ত জনাব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার।০১-০১-১৯৯২ইং হতে ০৪-০৫-১৯৯২ প্রশাসকহিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ,ডিএস আ: বাসেদ, ০৫-০৫-১৯৯২ইং হতে ০১-০৪-১৯৯৩ইং পর্যন্ত জনাব মো: ইসমাইল।০১-০৪-১৯৯৩ইং হতে ৩১-০৩-১৯৯৯ইংপর্যন্ত নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার।৩১-০৩-১৯৯৯ইং হতে ৩১-০৫-২০০৪ইংপর্যন্ত জনাব এড: তাফাজ্জল হোসেন চৌধুরী।৩১-০৫-২০০৪ইং হইতে ১৩-০২-২০১১ইংপর্যন্ত জনাব আ: মান্নান খান বাচ্চু চেয়ারম্যান হিসেবে এবং পরবর্তীতে ১৩-০২-২০১১ইং হইতে ১৩-০২-২০১৬ইং পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো: আবদুল মান্নান খান।
১৪-০২-২০১৬ হইতে ১৭-০৮-২০০২৪ পর্যন্ত পরপর দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আ: স: ম: মাহবুব-উল আলম । পরবর্তীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল মেয়রগণের পদ শূণ্য করে অত্র কার্যালয়ে প্রশাসক হিসেবে জনাব বশির আহমেদকে নিয়োগ প্রদান করেনে। তিনি ১৮-০৮-২০২৪ খ্রি: তারিখ হতে ২৪-০৯-২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত তার দায়িত্ব পালন করেন । পরবর্তীতে ২৪-০৯-২০২৪ খ্রি: তারিখ হতে ০৩-০২-২০২৫ খ্রি: দায়িত্ব পালন জনাব তাপস শীল । এবং ০৩-০২-২০২৫ খ্রি: হতে  দায়িত্ব গ্রহন করেন প্রশাসক জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন ।

১২-০৫-১৯৯৮ইং তারিখে অত্র পৌরসভা খ-শ্রেণীতে উত্তীর্ন হয়।১২-০৭-২০০৪ইং তারিখে খ-শ্রেণীথেকে ক- শ্রেণীতে উত্তীর্ন হয়।বিগত ১৫-১২-২০০৩ইং তারিখে পৌরসভাটি ১২টি ওয়ার্ডবিশিষ্ট ১৮.৫০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে সম্প্রসারিত হয়।বর্তমানে পৌর এলাকার জনসংখ্যা পুরুষ ৫১,২৫০ জন।মহিলা ৫০,৩২০জন,সর্বমোট ১,০১,৫৭০ জন।শিক্ষার হার গড়ে ৬৮% ভোটার সংখ্যা মোট ৩৭,০৭৯ জন।হোল্ডিংসংখ্যা আবাসিক =১০,৭০৫,বানিজ্যিক =১,৫৫০টি সর্বমোট হোল্ডিং সংখ্যা=১২,২৫৫ জন।শিক্ষা প্রতিষ্ঠান (ক) কলেজ সংখ্যা-০৪টি (খ) মাধ্যমিক বিদ্যালয় বেসরকারী-০৬টি (গ) প্রাথমিক বিদ্যালয় (স: বে:) ১৮ টি (ঘ) মাদ্রাসা [ দাখিল,আলিম,ফাজিল,বেসরকারী]-০৪টি (ঙ) ফোরকানিয়া মাদ্রাসা-১৪টি এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পৌরসভার অন্তভুক্ত।ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ অন্যতম। বর্তমান পরিষদে ১২জন কাউন্সিলর ও ০৪ জন সংরক্ষিত মহিলাকাউন্সিলর রয়েছে। কাউন্সিলরদের মধ্যে প্যানেল মেয়র দুই জন পুরুষ এবং ০১ জন মহিলা রয়েছে।পৌর এলাকায় ব্যাংক রয়েছে ১৭টি,জীবন বীমা (স: ও বে:স:)
 ২৮ টি,এনজিও ২২টি।বিভিন্নসরকারী,বেসরকারী ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান সমূহের মধ্যে :- ০১।পৌর ভবন-০১টি ০২।উপজেলাপরিষদ-০১টি ০৩।থানা পুলিশষ্টেশন-০১টি ০৪।উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স-০১টি ০৫।পল্লীবিদ্যুতসমিতি-০১টি ০৬।পিটিআই-০১টি ০৭।সাবরেজিষ্টিঅফিস-০১টি ০৮।ফায়ারসাভির্স ষ্টেশন-০১টি ০৯।টেলিফোন এক্সচেঞ্চ-০১টি ১০।পৌর ভূমি অফিস-০১টি ১১।কেন্দ্রীয়সমবায় সমিতি-০১টি ১২।উপ-বিভাগীয় প্রকল্প (সওজ) অফিস-০১টি ১৩।পোষ্টঅফিস-০১টি